ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ৭ জুলাই (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারসসহ মৌসুমী ফলের আয়োজন থাকবে। সঙ্গে থাকছে সংগীতানুষ্ঠান।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফল উৎসবে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদেরকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।

কেআই/এসি  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি